অপরিচিত নম্বর থেকে কল দিলে সেই নম্বরটি কার তা জানিয়ে দেয়ার অ্যাপ্লিকেশন হলো True Caller চমৎকার এ ফিচারের জন্য অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়।
নানা বিরক্তিকর কলের ঝামেলা থেকেও মুক্তি দিতে ব্লকের সহজ সমাধান মিলবে এ অ্যাপে। অপরিচিত নম্বরের পরিচয় দেয়া, কলব্লকসহ নানা ফিচার রয়েছে এতে।
তবে অ্যাপটির সাহায্যে আরও কিছু কাজ করা যায়। তার মধ্যে একটি হলো সহজেই ফোনের রিংটোন পরিবর্তন। ফোনের আলাদা ডিফিল্ট সেটিংস অপশনে না গিয়ে এটি ব্যবহার করেই কাজটি করা যায়। কিভাবে ট্রু কলার থেকে রিংটোন পরিবর্তন করতে হয় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে অ্যাপ্লিকেশনটি চালু করতে হবে।
তারপর উপরের বাম পাশে থাকা মেন্যু অপশনে ক্লিক করে সেটিংস বাটনে ক্লিক করতে হবে।
এরপর সেখান থেকে ‘Ringtone’ অপশনে ক্লিক করতে হবে।
তাহলে নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে কলের রিং টোনের ভলিয়ম নিয়ন্ত্রণ করার অপশন রয়েছে।
এর নিচেই ‘ringtone’ অপশনে ক্লিক করলে ফোনে থাকা রিংটোনগুলো প্রদর্শিত হবে। সেখান থেকে পছন্দের রিংটোনটি নির্বাচন করে ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।
তাহলে ফোনের রিংটোন পরিবর্তন হয়ে যাবে।
The post True Caller app ব্যবহার করে ফোনের রিংটোন পরিবর্তন করুন appeared first on টেক টিপস-Tech Tips.